আচ্ছা, আজ তো না হয় আমাদের সব ভালো,
আমি ভালো তুমি ভালো আমরা ভালো,
আচ্ছা, যদি কালকে বদলে যায় সব কিছু?
যদি লুকোচুরি-র আড়ালে আমি হারিয়ে যাই খুব দুরে-
আজকের মত কানের পাশে এসে বলবে কি?
যে ভালোবাসো...
আচ্ছা, আজ তো না হয় আমাদের সব খাঁটি,
জীবন খাঁটি, মরন খাঁটি আমার-তোমার ভালবাসা খাঁটি
আচ্ছা, যদি কালকেই বদলে যায় সব কিছু?
যদি বেখেয়ালি সময় আসে ঘূর্ণিঝড়ের মত,আর উড়িয়ে দেয় সব
আজকের মত হাতে হাত রেখে বলবে কি?
যে ভালোবাসো।
আচ্ছা, আমার কলমের ধার চলে যায় যদি কাল,
বই লিখতে বসে যদি প্রথম ভুমিকাতেই নেমে আসে উপসংহার
যদি নায়ক নায়িকার মিলন হবার আগেই হয়ে যায় লেখনী শেষ?
আচ্ছা যদি কলম ছেড়ে ধরতে হয় খুন্তি,
যদি খুলতে হয় "গরম ভাতের হোটেল"বটিন হাতে তরকারি নিয়ে
বলবে তো,ভালোবাসো।
সন্দেহ থাকবে, কিছুটা দুরত্ব থাকবে
আর সাথে নেব অনেকখানি ভরসা-
এভাবেই না হয় কাটিয়ে দেব অনেক গুলো বছর একসাথে,
হয় কবিতায় নয়তো অভাবে-
তবুও একসাথে!