হয়তো একদিন,
লাল প্রভাতের স্নিগ্ধ প্রহরে আমার একুশ ভালবাসবে
তোমার আঠেরোকে...
হয়তো একদিন,
তোমার আঠেরো-র আলতো ছোঁয়ায় মায়া জাগবে
আমার একুশে...
হয়তো একদিন,
একুশের পাতায় পাতায় আঁকা থাকবে
আঠেরোর ভালবাসা...
হয়তো একদিন,
আঠেরোর একনায়িকাতন্ত্রে উড়বে
একুশের ময়ুরপঙ্খী...
হয়তো একদিন,.
আঠেরোর সিঁদুর রাঙা চুলের দিকে তাকিয়ে
একুশের সুখ-হাসি... " "
এ সব তো "হয়তো" র গল্প...
যা রাখা আছে আমার
মেঘলা ছাদের বেডরুম-এ...
গভীর আলমারিতে লুকোনো
ম্যানুস্ক্রিপ্ট...
পাতা উলটোই...
চোখ পড়ে শেষ লাইন এ...
মিছে অহমিকা আজ তৈরি করেছে দূরত্ব
নাহলে "হয়তো"-তার-আমার গল্পটাও
আমাদের গল্প" হতে পারত..."