অচেনা অলকাপুরীতে বন্দিনী রাজকন্যে
সূর্য ওঠে না, পাখি ডাকে না সেখানে...
চারিদিকে ঘুরে বেড়ায় লোলুপ রাক্ষসের দল...
আসে যায়... দেহের সুখ মেটাতে।
ঘুরে ফিরে আসা যাওয়া তাদের...
আবার, আবার, বারবার...
সহ্যশক্তি বিলুপ্ত হয়...
মাঝে মাঝে জ্বলে ওঠে
প্রতিবাদ হয়...
কিন্তু হায়! হাতের জোর খুব বেশী ওদের...
জানালার ধারে বসে থাকা আভাগি
সেই বন্ধ জানালা... সকল ব্যাভিচারের মৃত সাক্ষী...
হঠাৎ আসে এক স্বপ্ন রাজপুত্র...
ঝিলের জল থেকে ভোমরা তুলে
তীক্ষ্ণ তলোয়ারের খোঁচায় শেষ করে তাকে...
শেষ হয় রাক্ষস-রাজ...
এরপর কি? সুখ শান্তির জীবন??
নাহ, ও আমাদের ছোটবেলায় হতো...
রাজপুত্র আজ রাজা...
রানি কিন্তু সেই উদ্ধার করা মেয়ে নয়...
পাশের রাজ্যের মেয়ে...
সুখের সংসার...
সেই রাজকন্যা???
নতুন রাজার রক্ষিতা!