কেন আমি পথ শিশু?
         কেন থাকি আমি ফুটপাতে?
কেন জামা বিহীন ঘুরি আমি রাস্তায়?
কেন কাতর হয় আমি ক্ষুধার যন্ত্রণায়?


  তোমরা কি আমায় দেখতে পাওনা?
নাকি দেখেও করো, না দেখার বাহানা!
জন্ম হয়তো আমার কোনো এক গরিবর ঘরে,
হয়েছি আমি অন্যদের মতো পরিস্থিতির শিকার;
তাইতো আমার আজ স্থায়ী ঠিকানা রাস্তার ধারে।


গ্রীষ্মের দিনে কেটে যায় সময় অলি গলিতে,
আশ্রয়ের ঠাঁই খুঁজি বর্ষার দিনে চাউনির আঙ্গিনাতে,
খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করি প্রচণ্ড শীতের রাত গুলোতে।


কারো সামান্য করুণায় ফুটে মুখের হাসি,
  যদি হয়'ও তা একবেলা খাবার বাসি।


    শত ধিক্কার এই সভ্য সমাজ কে,
প্রার্থনা আমার সৃষ্টিকর্তার দরবারে,
রক্ষা যেনো করে এই সমাজের গোগ্রাস থেকে।