তুমি আছ
---রেজাউল রেজা---
_______________________
তুমি আছ পাতায় পাতায়
তুমি আছ মনে,
তুমি আছ গান কবিতায়
আছ জনে জনে।

তুমি আছ শিশুর মনে
ছন্দ কথার ছলে,
তুমি আছ লেখার খাতায়
কলম কালির বলে।

তোমার ছবি সবার মনে
গাঁথা আছে রবি,
কেউ বলেনা মরে গেছে
মোদের বিশ্ব কবি।

আছ তুমি থাকবে তুমি
সব বাঙালীর মনে,
করবে তারা স্মরণ তোমায়
চলতে ক্ষণে ক্ষণে।
___________________
ছড়াটি যেসব পত্রিকায় প্রকাশ হয়েছে-
১.দৈনিক বায়ান্নর আলো-০৭/০৮/২০১৮
২.দৈনিক গণ আলো-০৮/০৮/২০১৮