শুধু তোমাতেই
---রেজাউল রেজা---
_________________________
তোমার অদ্ভুদ চাহনীর মাঝে ডুবে গেছি,আমি ডুবে গেছি উত্তাল নদীতে পানির পাকে ডুবে যাওয়া লঞ্চ কিংবা স্টিমারের মত!

তোমার ঝাকড়া চুলের মিষ্টি গন্ধে আমি হারিয়ে গেছি,হারিয়ে গেছি অচেনা মরুদ্যানে পথহারা পথিকের মত!

তোমার সফেদ সাদা দুই পাটি দাঁতের সম্মুখভাগের ঝলকানীতে আমি ঝলসে গেছি,আষাঢ়ের আকাশ থেকে নিমিষেই পড়া বজ্রপাতে ঝলসে যাওয়ার মত।

তোমার হরিণী চক্ষুযুগলের মায়ায় আমি আটকা পড়েছি,শিকারীর পেতে রাখা ফাঁদে আটকা পড়া শিকারের মত।

আমি হারিয়ে ফেলেছি নিজেকে,কুয়াচ্ছন্ন ঘুটঘুটে অন্ধকার রাতে পথ হারানো দিশকুল খুঁজে না পাওয়া পথিকের মত।

তোমার পাগল করা হাসিতে আমি মজে গেছি,মজে গেছি কনকনে শীতের রাতে ভাওয়াইয়া গানের আসরে মজে যাওয়া দর্শক,শ্রোতার মত।

আমি হারিয়ে গেছি,আমি ডুবে গেছি,আমি আটকা পড়েছি তোমাতে,শুধু তোমাতেই।।
________________________
লেখা-১৫/০৮/২০১৮