শেষ চিঠি
----রেজাউল রেজা----
______________________
আমি অধম বসে আছি
একলা নদীর কুলে,
সারি সারি নৌকা চলে
রঙিন পাল তুলে।
নদীর বুকে তোমার বাড়ী
নৌকা চলে দুলে,
বন্ধু তোমার মনের উঠান
সাজিয়ে দিলাম ফুলে।
ফুলের সুবাস নিয়ে তুমি
থেকো অনেক সুখে,
আমি না হয় থাকব বেঁচে
স্মৃতি নিয়ে বুকে।
কখনও যদি ভাবো তুমি
মরছি আমি ধুকে,
মন চাইলে ছুটে এসে
নিও আমায় বুকে।
তোমার জন্য আমার দুূয়ার
রেখেছি যে খোলা,
আপন মানুষ পর হলেও
যায় কি কভু ভোলা?
_____________________
লেখা-১৯ এপ্রিল,২০১৮
★★কবিতাটি আন্তর্জাতিক স্বাধীন সাহিত্য ও সমাজকল্যাণ সংসদ আয়োজিত ছন্দমিলকরণ প্রতিযোগিতায় সেরা কবিতার মর্যাদা লাভ করেছে।
♦♦কবিতাটি দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয় ২৯/০৪/২০১৮ ইং রবিবার।