রক্তে রঞ্জিত রাজপথ
---রেজাউল রেজা---
=========================
আমি কোন অন্যায়,অযৌক্তিক কিংবা অসংগতিপূর্ণ দাবী নিয়ে রাজপথে নামিনি,
আমি ক্ষুধার্ত পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে দু-মুঠো ভাত চাইতে আন্দোলন করতে আসিনি।
আমি সরকার পতনের মত কোন হীন উদ্দেশ্য নিয়ে গলা ফাটাতে আসিনি!
আমি এসেছিলাম গাড়ির চাকায় পিষ্ট হওয়া থেকে জাতীর মুক্তির দাবিতে,
এসেছিলাম অকাল মৃত্যুর কড়াল গ্রাস থেকে মানুষের মুক্তির দাবিতে,
এসেছিলাম নিরাপদ সড়কের দাবিতে!
আমি স্বাধীন দেশে শান্তিপূর্ণ আন্দোলনে রক্তের দাগ দেখতে আসিনি,আসিনি স্কুল পোশাক পরা কোমলমতি শিশুদের কপাল ফাটার চিহ্ন দেখতে।
এসেছিলাম শান্তিপূর্ণভাবে দাবী আদায় করতে,নিরাপদ সড়কের দাবী।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়,আমাকে সেটাই দেখতে হলো!
দেখতে হলো রক্তে রঞ্জিত সাদা পোষাকে লাল দাগ!
দেখতে হলো কপাল ফেটে গড়িয়ে পড়া রক্তের ফিনকি!
দেখতে হলো হেলমেট মাথায়,রিভলভার হাতে একদল সন্ত্রাসীর আগ্রাসী হামলা!
দেখতে হলো লাঞ্চিত বোনের বিষন্ন,বিধ্বস্ত আবয়ব।
রক্তে রঞ্জিত হলো রাজপথ!!
____________________________
লেখা-০৭/০৮/১৮