অভাব
--রেজাউল রেজা
=========================
অভাবের করালগ্রাসে হেস্তনেস্ত মোর এই জীবন!
চারিদিকে শুধু হাহাকার,
ঘরে চার পয়সা নেই,নেই এক মুঠো রাধিবার চাল!
হইয়াছি আমি যাযাবর।
টাকার জন্য মরিয়া হইয়া ঘুরিতেছি,মিলিতেছেনা টাকা!
টাকা যেন এক কালা গণ্ডুরাজ!
খাদ্য-বস্ত্র কিছুই নেই,নেই সন্তানের তরে দুধ কিনিবার টাকা!
প্রতিবন্ধী বলে কেউ দেয়না কোন কাজ।
মাঝে মাঝে নিজেই নিজেকে নিঃশেষ করিতে চাই
বিবেক দেয় মোরে বাধা,
নিজেকে শেষ করার মাঝেই কি সমাধান ওহে স্বার্থপর?
তুমিতো দেখিতেছি আস্ত একটা গাধা!
____________________
লেখা- ০২/০৬/২০১৮