মৃত্যুর চিন্তা
---রেজাউল রেজা---
_____________________
কিসের পিছে ছুটছ তুমি!
করছ রঙ-তামাশা,
আর কতদিন থাকবে ভবে
কেমন তোমার আশা?
বাড়ছে বয়স কমছে আয়ু
পাক ধরেছে চুলে,
কখন জানি আসবে ডাক
নিবেন মাবুদ তুলে।
ডাক পড়লেই যেতে হবে
বিকল্প যে নাই,
সদাসর্বদা যাওয়ার জন্য
প্রস্তুত থেকো ভাই।
সময় থাকতে অর্জন কর
পরকালের পু্ঁজি,
হালাল-হারাম বিচার করে
খাওগো হালাল রুজি।
ভালোবাসা প্রভূর তরে
ঘৃণাও যেন হয়,
প্রভূর তরে বাসলে ভালো
তোমার হবে জয়।
মরিচীকার পিছে ছুটে
সব করনা শেষ,
মনে রেখো বন্ধু তোমার
কবর,আসল দেশ।।
____________________
লেখা-০৭/০৭/১৮
শনিবার
দুপুর-২:২৮