মা বিনে
---রেজাউল রেজা---
==================
জন্ম দিছেন মা যে আমায়
শত কষ্ট করে,
তিলে তিলে করেছেন বড়
বুকে আগলে ধরে।

ধরার মাঝে মা-জননী
অতি আপনজন,
মায়ের কথা মনে পড়ে
আমার সর্বক্ষণ।

আমায় রেখে মা যে আমার
একলা গেছে চলে,
মা বিনে এই একলা আমি
ভাসছি দুঃখের জলে।

কেন মা গো আমায় রেখে
চলে গেলে তুমি?
সবকিছু মোর বৈরি এখন
আকাশ-বাতাস ভূমি।

তুমি ছাড়া মা গো আমি
নেইতো মোটেও ভালো,
তুমি আমার পূর্ণিমা চাঁদ
আঁধার ঘরের আলো।
______________________
লেখা-২৫/০৬/২০১৮
★★★কবিতাটি আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য  ও সমাজকল্যাণ পরিষদের প্রতিদিনের ছন্দ মিলকরণ প্রতিযোগিতায় সেরা কবিতার মর্যাদা লাভ  করেছে ২৫/০৬/২০১৮ তারিখ।
★★★কবিতাটি দৈনিক গণ আলো পত্রিকায় প্রকাশ হয়-০৪/০৭/১৮ তারিখ।