জয়ার ছোটবোন প্রেম
----রেজাউল রেজা----
==================
ঝড় এসেছে আম পড়ছে
জয়া গেল দৌড়ে,
কয়েকটা আম এনে দিল
তাঁর ছোটবোন মৌরে।
জয়া এবার ফেঁসে গেছে
মৌ ধরেছে বায়না,
একটাতে মন ভরে না তার
অনেক ছাড়া খায়না।
কি আর করার,উপায় তো নাই!
আবার যেতে হবে,
আম না পেলে বোনটি যে তাঁর
গাল ফুলিয়ে রবে।
বোনকে খুশি করার তরে
গেল জয়া আবার,
জলে ভেজার অপরাধে
মারও খেলো বাবার।
তারপরও তাঁর কষ্ট নাই
খুশি তো তাঁর বোন,
তার খুশিতে ভরে গেল
ছোট্ট জয়ার মন।।
_________________
লেখা-১৪ মে,২০১৮