জ্যৈষ্ঠ মধুমাসে
---রেজাউল রেজা
================
তারার নামে নাম হয়েছে
জ্যৈষ্ঠ তাহার নাম,
রৌদ্রতাপের কঠিন ছোঁয়ায়
পুড়ে দেহের চাম।
কঠিন তাপে পুড়বে শরীর
জুড়বে ফলের রসে,
তাইতো মাবুদ সেট করেছে
উপরেতে বসে।
নানান রকম ফল পেকেছে
জ্যৈষ্ঠ মধুমাসে,
ম-ম করে ফলের সুবাস
চারিদিকে ভাসে।
মধু মাসে বধূর আশা
যাবে বাপের বাড়ি ,
আম জাম কাঁঠাল খাবে
পড়বে রঙিন শাড়ী।
শিশুরা যাবে মামার বাড়ি
কুড়াবে পাকা আম,
এক হাতে তার থাকবে লিচু
আরেক হাতে জাম।
______________________
লেখা-০৬/০৬/১৮