জ্যৈষ্ঠ মানে
রেজাউল রেজা
================
জ্যৈষ্ঠ মানে কঠিন গরম
জ্যৈষ্ঠ মানে ফলের মাস,
কাঁঠাল পাকে,লিচু পাকে
আরো পাকে ফলরাজ।

ম ম ভাসে ফলের সুবাস
বাতাসের সাথে,
লিচু চোর কাঠবিড়ালী
আসে মাঝ রাতে।

মেয়ে-জামাই বাবার বাড়ি
আসে ফল খেতে,
মামার বাড়ি এসে শিশু
খুশিতে ওঠে মেতে।

জ্যৈষ্ঠের ফলে ভরপুর সব
আম কাঁঠালের গাছ,
তাইতো তার নাম হয়েছে
রসের মধুমাস।
_____________________
লেখা-০৪/০৬/১৮
সময়-দুপুর ১২:২১
★★ছড়াটি রংপুর থেকে প্রকাশিত দেনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয় ০৬/০৬/২০১৮ তারিখ,বুধবার।