ঈদের দিন
---রেজাউল রেজা
___________________
জগৎ জুড়ে হৈ হুল্লোড়ে
বাজছে খুশির বীণ,
বাঁকা চাঁদের মিষ্টি হাসি
এলো ঈদের দিন।
শিশু-কিশোর,বৃদ্ধ-যুবক
ঈদের দিনে আজ,
রঙ-বেরঙের পরছে জামা
নিচ্ছে নানান সাজ।
হরেক রকম খাচ্ছে খাবার
যাচ্ছে ঈদের মাঠে,
রাগ-অভিমান ভুলে সবাই
হাটছে একই বাটে।
কাধের সাথে কাধ মিলিয়ে
করছে কোলাকুলি,
খুশিতে আজ একদলে সব
নেইকো দলাদলি।
এমন খুশি অটুট থাকুক
সবার মনে ভাই,
একদিন নয় প্রত্যেক দিনই
এটাই মোরা চাই।।
___________________
১৫/০৬/১৮,শুক্রবার।
সময়- ১১:৩৪ এএম।
★★ছড়াটি আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিদিনের ছন্দমিলকরণ প্রতিযোগিতায় সেরা কবিতার মর্যাদা লাভ করে ১৫/০৬/২০১৮ তারিখ।।