ছোট্ট সাবা
---রেজাউল রেজা---
=================
ছোট্ট শিশু সাবা মনি
চা কে বলে তা,
চা না পেলে ছোট্ট সাবা
কথা বলে না।

গোসতকে সে গোতত বলে
মাছকে বলে মাত,
খেতে দেখলে অবুঝ সাবা
বাড়ায় দুটি হাত।

গাড়ি যে হলো গায়ী তার
পানি হলো পাবি,
তালা খুলে ঢুকতে ঘরে
লাগে যে তার তাবি।

এই বয়সে এত কথা
সবার লাগে ভালো,
দোয়া করি বড় হয়ে
ছড়ায় যেন আলো।।
____________
ছড়াটি দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয়-১২/০৭/১৮ তারিখ,বৃহঃপতিবার।
দৈনিক গণ আলো-১২/০৭/১৮