বর্ষাকালে
---রেজাউল রেজা
===================
রিমঝিম রিমঝিম শব্দ করে
বৃষ্টি পরে মুষল ধরে
বর্ষাকালে,
নতুন মাছের ছুটোছুটি
আটকা পরে টাকি-পুটি
দাদুর জালে।
আকাশ ডাকে গুড়ুম গুড়ুম
চিলকানি দেয় উড়ুম ধুরুম
ক্ষণে ক্ষণে,
দক্ষিণ থেকে বাতাস আসে
তাইনা দেখে দাদু হাসে
মনে মনে।
ভাঙছে নদী মুহুর্মুহু
কাঁদছে সবাই উহু উহু
করুণ সুরে,
একটু সময় নেইকো ভাবার!
নামছে আঁধার আজকে সবার
জীবন জুড়ে।
_______________________
ছড়াটি
সিএনএস৭১.কম এ প্রকাশ হয় ০৪/০৭/১৮
দৈনিক যুগের আলোতে প্রকাশ হয় ০৫/০৭/১৮
দৈনিক আজকের কুমিল্লাতে প্রকাশ হয় ০৬/০৭/১৮ তারিখ।
**সাপ্তাহিক চরকা-০৮/০৭/১৮