বাদলা দিনে
---রেজাউল রেজা---
-----------------------------------------
আষাঢ়-শ্রাবণে পবনে-গগণে
গাছের ডালে টিনের চালে,সুরের তালে বৃষ্টি ঢালে।
দিন-দুপুরে,রাত-তিমিরে
টিপ টিপ করে মুষল ধরে,বৃষ্টি পড়ে বাইরে ঘরে।
বিনা কারণে কিংবা কারণে
ভিজলে পরে ধরে জ্বরে,লোকে মরে জ্বরের ডরে।
ওঠে ঝাঁপিয়া,চোটে কাঁপিয়া
বৃষ্টি তোপে জ্বরের কোপে,দেহ সপে দাদু ফোঁপে।
--------------------------------
কবিতাটি যেসব পত্রিকায় প্রকাশ হয়েছে-
★হৃদয়ে ডোমার-৩০/০৭/১৮
★গণ আলো-০১/০৮/১৮
★যুগের আলো-০৫/০৮/১৮