এপিঠ-ওপিঠ
---রেজাউল রেজা---
==================
ভালোবাসা আর বিশ্বাস
একই মুদ্রার দুই পিঠ,
বিশ্বাস রেখে বাসলে ভালো
অবশেষে হবে জিত।
ইটে গড়া বাড়ির দেয়াল
মনের দেয়াল বিশ্বাসে,
চিড় ধরে সেই দেয়াল মাঝে
একটু অবিশ্বাসে।
বিশ্বাস বড়ই অপরিহার্য্য
ভালোবাসার ঘরে,
বিশ্বাসের ঘাটতি হলে
সম্পর্ক হয় নড়বড়ে।
বিশ্বাস লুকোচুরি খেলে
অবিশ্বাস বাঁধে বাসা
গোপন কুঠুরিতে হারায়
বিন্দু বিন্দু ভালোবাসা।
যাহার মনে নেইকো বিশ্বাস
ভালোবাসা নয় তাহার,
বিশ্বাসই হলো ভালোবাসার
তিন প্রহরের আহার।
_______________________
লেখা-২৮/০৬/২০১৮