কালো মেঘ দেখতে ভালো লাগে না
মনে হয়, ধূসর অন্ধকার নেমে আসছে জীবনে
ঘুম থেকে উঠে আমার সূর্য দেখা চাই।
তারপর সারাদিন বৃষ্টি হোক, কিছু যায় আসে না
সকালে ঘুম থেকে উঠলে,
নির্মল বাতাস, নিলাভ আকাশের মাঝে
ওই সূর্যটা আমার চাই।
দিনের শুরুটা চাই ঝামেলা মুক্ত
তারপর সারাদিন বৃষ্টি হোক, প্রকাণ্ড ঝড়
কিচ্ছু যায় আসেনা তাতে আমার
আমার সকালটা সুন্দর চাই, চাই নির্মল বাতাস।
সকালে শুনতে চাই না সংসারের ঝামেলা
এই চাই, ওই চাই, সেই চাই শত চাওয়া
সকালের শুরুতে নাস্তা শেষে,
এক কাপ চা চাই, মনের মতন।
খুব বেশি চাওয়া না, শুধু এক কাপ চা
এরপর একটা সিগারেট ধরাবো সত্য।
যদিও ফুসফুসটা খেয়ে দিচ্ছে আস্তে আস্তে জানি
তারপরও বেশ অনেকটা বছর অভ্যস্ত এই সিগারেটে।
বেশ কিছু ব্র্যান্ড বদল হয়েছে
গোল্ড ফ্লাক, গোল্ডলিফ, ট্রিপল ৫, উইল্স কিং
বেনসনের হ্যাজ এস, মাল ব্রো কত কি?
কিন্তু বন্ধুর মত পাশে আছে, ছেড়ে যাচ্ছে না।
একদিন খুব চিন্তা করলাম,
এই কাগজের সলা আগুন দিয়ে মুখে টানি
কেন টানি? এর মধ্যে কি লুকিয়ে আছে
কোন উত্তর নাই, তবু টানি, একটা প্রকাণ্ড প্রশান্তি।
আসলে মনে হয়, দুনিয়া আমাকে জ্বালায়
আর আমি ওকে জ্বালিয়ে, স্বস্তি পাই
দুনিয়ার জ্বালানোর বিপরীতে, আমি কিছু
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করি, এই আমার প্রশান্তি।
আমি জানিনা আপনাদের একই উপলব্ধি কিনা
কিন্তু আমি জানি, আমার স্বস্তি।
একটু চিন্তা করার অবকাশের ফাঁকে
আমি কিছু জ্বালিয়ে, অন্তরে নেই স্বস্তি।