ও মা! আমি ফুটপাতে, ঐ রাস্তা পাড়ে
দাড়িয়ে ছিলাম, অনেক ক্ষানিক দূরে
কোথা থেকে এলো, এমন মৃত্যু সদন
কেন? গাড়ীটা আসলে, আমায় তেড়ে।
ও মা! আমার কি বলো? মরবার বয়স
কত হাজার, স্বপ্ন ছিল। তোমার চোখে
কাঁদছো কেন? মা, আজ আমায় খুঁজে
কেন? ঝাপিয়ে পড়ি না, তোমার বুকে।
ও মা! আমিতো এখন মর্গে শুয়ে আছি
কালো, অনেক গরম লাগছে চারদিকে
বাবা এসি টা একটু, তাক করে দাও না
এই যে আমি, একটু এই আমার দিকে।
ও মা! মনে আছে, কাল আমার কোচিং
বাবা বলো সত্য, নিয়ে যাবে। কিন্তু তুমি
ফিরতে আমাকে, কিনে দিতে হবে সব
যা শেষ সকল প্রতিশ্রুতি, দিয়েছো তুমি।
উৎস্বর্গঃ- ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তাদের জন্য উৎস্বর্গকৃত, আমার প্রতিবাদি কলম। ৩০শে জুলাই ২০১৮ইং