তৎসম শব্দ প্রাধান্যে কবিতায় চেষ্টা,
তাই এই লেখনী, কবিতার নাম
এবং কবিতাটি শুধুমাত্র
'অ' অক্ষর দ্বারা শব্দের সম্মনয়॥
অ তৎসম নারী
**************
অকালকুষ্মাণ্ড অকাট্য অকারনেই
অকলুষ অংশু, অকর্ণতায় অকুণ্ঠ
অকর্তার অকিঞ্চিৎ অকালপঙ্কতা
অকীক অকুলপাথার অকম্পিত॥
তৎভব শব্দে রূপান্তরিত অর্থ নিম্নোক্ত,
**********************
মূর্খের অখন্ড যুক্তি শুধু অকারনেই
নিস্পাপ নারী, বধিরতায় অসহিসনু
অলস ব্যাক্তির নগন্য পাকামীতে
নীল অসীম সমুদ্র হয়েছে নিশ্চল॥
ইংরেজি অনুবাদঃ-
****************
The insensible logic is unnecessary
Innocent women, unhappy with deafness
The little bitter work of a person
Blue is an infinite sea turn to freezing.