আমরা শারদাঞ্জলির,
তরুণ প্রাণ বীর
শত বাধা বিপত্তিতে ও --
মনটা থাকে ধীর ।
আমরা তরুণ জ্বালিয়ে যাব
সমাজেরই আলো,
ভূখা নাঙা দুখী মানুষ
বাসবে মোদের ভালো ।
হারতে আমরা শিখিনি তো
হবেই মোদের জয়-
সমাজের রাঙা চোখকে
পাব না তো ভয় ।
আমরা সবাই শারদাঞ্জলির,
গাই; মানবতার গান
সমাজ থেকে বৈশম্য যত
করবোই অবসান ।