হতে চাইনা আমি তোমার লোক দেখানো বন্ধু
চাইনা আমি হতে কভূ অশ্রু বিষাদ সিন্ধু ।

তোমায় ছোয়া কষ্টগুলো মলয় বয়ে নিবে
শঙ্খ চিলটা পাখসাট ভুলে, ব্যজনীটা দিবে ।

যদি কভু ঝড় আসে ঐ দুষ্ট ইশান কোনে
যায়গা দিব পরম যত্নে ছোট্ট এই মনে ।

চকোর হয়ে সারা রাত্রি জোছনা করব পান
ঘাগর পরে তব জন্য গাইবো প্রেমের গান ।

মিথ্যা কোন ভালোবাসায় থাকবো না তব পাশে
কুক্রিয় সব ভাবনা গুলি তোমার স্পর্শেই নাশে ।

কুঁদলী কোন জীব ও যদি তব স্পর্শ পায়
ছেড়ে দিয়ে দ্বেষ বিদ্বেষ তোমার পিছন ধায় ।

লোক দেখানো, মিথ্যা সখা বানাবো না তোমায়
তোমার কুলে শির রেখে বিশ্ব সংসার ঘুমায় ।

_২৭/০৮/২০১৪
__সন্ধ্যা, বদরপুর ।