বছর ঘুরে এলো ফিরে
বাংলা মায়ের প্রাণ
বৈশাখেতে সবার মুখে
নব উল্লাসের গান ।
নতুন সাজে সাজবে ধরা
পড়বে নতুন বেশ
গাজরা ফুলের রং বাহারে
সাজিয়ে তুলবে কেশ ।
পাড়ায় পাড়ায় বসবে কত
গ্রাম্য মেলার হাট
লোকে লোকে লোকারণ্য
সাহেব বাড়ির ঘাট ।
লাল চুড়ি আর রঙিন ফিতায়
রাঙিয়ে দিবে মন
বৈশাখেতেই দূর হবে যে
জীর্ণতার ঐ রণ ।
মাটির পাত্রে পান্তা ইলিশ
সাথে মরিচ ডাসা
মেলায় মেলায় ঘুরে ঘুরে
মজা হবে খাসা ।
হাওয়াই মিঠাই মুখে পুরে
বলবে ও ভাই এসো
নববর্ষের নতুন দিনে
প্রাণটি খুলে হেসো ।
বৈশাখের ই আগমনে
শুচী হবে ধরা
দূর হবে এই সমাজ থেকে
হিংসা গ্লানী জড়া ।