জান পাখি--
তুই যখন হাত নাড়িয়ে
গাস মধুর গান
উচাটন মন মোর
রয় না দেহে প্রাণ ।
সারে গামা পাধা নিসা
তোর জন্যেই তো সৃষ্টি
আমার দিকে একবার কেন
দিস না প্রেমের দৃষ্টি ।
জান পাখি--
তোর কাজল রাঙা দুটি আঁখি
কেড়ে নিল মন
তোর জন্য ছাড়তে পারি
যত বন্ধু জন ।
তোর গোলাব রাঙা ঠোটের হাসি
মনে সদায় ভাসে
তোর একটু বোল শুনেই
সকল দুঃখ নাশে ।
জান পাখি--
তোর কুঞ্চিত ঐ এলো কেশে
মন হারিয়ে যায় ।
তুই কি কভু উঠবিনা হায়
আমার প্রেম নায় ।
তোর রূপে মন মজিল
থাকতে নারি ঘরে
তুই ছাড়া দুঃখ আমার
বুঝবে কি পরে ।