কিভাবে পারলে তুমি
ছাড়তে আমার হাত,
আমি কি পারতাম না দিতে
জাত, কাপড় আর ভাত ।

দিয়েছিলাম তোমায় আমি
মনের ভিতর ঠাই
আগুন জ্বেলে হৃদয়ে আমার
সব বানালে ছাই ।

একদিন তুমি বলেছিলে
জীবনে-মরণে,
থাকবে এক সাথে
আজ তুমি আমার নও
হাত রাখো,
অন্য ছেলের হাতে ।

তমাল তলার সেই বেঞ্চিটা-
আজও আছে খালি
আমার জায়গায় আমি বসি
তোমার দিকটাই খালি ।