তোমার দেখা না পাই যদি
কোন এক ক্ষণ
স্বস্তি নাই অন্তরে মোর
সদা উচাটন ।
পাহাড় নদী ঝর্ণা ধারা
ফুল প্রজাপতি ...
সৌন্দর্য সব করে শুধু
বিষণ্ণতায় নতি ।
বিহঙ্গের কুহুকেকা আর
ভৃঙ্গারিকার সুর
কর্ণে বিধে সেল সম
লাগে না মধুর ।
তোমার কথা শুনতে যদি
না পাই কোন ক্ষণ
দেহের ভিতর মনটা আমার
করে যায় রণ ।
ভ্রমর ফুলে বসে আর
করে না মধু পান
বেনুর রাগিনী স্তব্ধ সবই
স্তব্ধ রাখালের গান ।
পরা প্রকৃতি তব পানে
রয়েছে যে চেয়ে
এসো প্রিয়া মনের তীরে
প্রেমের তরী বেয়ে ।