কবিতা ছাড়া আর কিছু নেই মোর, আমি অধম দ্বীন
পৃথিবীতে এসে, কাটাচ্ছি হেলায়, কত রাত দিন!
জ্ঞানের চক্ষু ভিতরে রেখে, অজ্ঞান দেই ছেড়ে
সুশিক্ষা পালায় আর হিংসা আসে তেরে।
প্রতিটি ক্ষন হেলায় হারাচ্ছি, মরিচিকার পিছে ঘুরে
দিন শেষে, নিংড়ে নিয়ে, ফেলে দিচ্ছে ছুড়ে।
আস্তা কুড়ে থাকছি পরে, পশুসম মন
অসৎকে মোরা ভাই ডাকি, খুব করি যতন।
কি হারয়েছি, তাই জানিনা, তবু ছুটাছুটি
মায়া এসে শক্ত হাতে চেপে ধরছে টুটি।
পারছিনা যেতে সামনে কভু যেথায় আছে জ্ঞান
কামনায় ভরা হৃদয় মোদের কোথায় আসবে ধ্যান।
দ্বিগদ্বিক জ্ঞান শূন্য, চারিদিক অন্ধকার
দ্বেষ বিদ্বেষ চালায় মোরে আমি কিছু করি আর?
করি নিন্দা সবাকার হিংসা করি সারা ক্ষন
কামনার সুরায় মত্ত আজি মত্ত মোদের পচা মন।