অনেকটা পথ হেটে গিয়ে বুঝবে যখন তুমি
আসল পথটি হারিয়ে শেষে খুজছো আপন ভূমি
যেই মোহেতে আপন ছেড়ে চলে গিয়েছো দূর
নিকশ কালো রাতটি শেষে আসবে নতুন ভোর।
যে আশাতে পথটি ভুলে চলেছো ভুলের পথে
সেই আশা যে মিথ্যা আশা চড়েছো ছলের রথে।
অথৈ আধার আলোর খুজে যখন দিশেহারা
পাবে না তো কাউকে খুজে এই আমি যে ছাড়া।
প্রদীপ হাতে দাঁড়িয়ে রব বন্ধু তোমার আশে
সারা জীবন তোমার ছায়া পাইযে আমার পাশে।
বুঝবে যখন ভুলের সওয়ার হয়ে আছো তুমি
দেখবে তখন প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি আমি