এক পূর্ণিমাতেই গৌতম ছেড়ে ছিলো ঘর
কারন, সে জ্ঞান লাভে, আপন করবে পর।
পিছনে তাঁর পুত্র, স্ত্রী, রেখে গেলো ভালোবাসা
জগতের প্রেমে লুটাবে দেহ, এটাই ছিলো আশা।
সংসার বিষয় তুচ্ছ করে হলো বনবাসী
সে জানে, তাইতো সব পেয়েও নিত্য উদাসী।
পূর্ণিমাময় জীবন পেলো, ভুলিল সকল ক্লেশ
ভালোবাসায়, অহিংসায়, ভরে মনের দেশ।
আমিই খুঁজি তেমন এক রাত, জোছনাময়
যেদিন মনে, হৃদে হবে, মহা জ্ঞানের উদয়।
সেদিন আমিও না হয়, সন্যাস নয়, যাব বানপ্রস্থ
ছাঁয়ার সাথে, রবে তুমি, রবে দুই হস্তে মোর হস্ত।
দয়মন্তী কিংবা সাবিত্রীর মতো তাড়াবে যমদূত
শ্বাপদ যত হিংস্র যত সকলই করবে রোধ।
গৌতমের মত সাহসী নই তাই চাইছি তোমার সঙ্গ
কাটিয়ে দিবো বানপ্রস্থ, প্রেম তরঙ্গে করিয়া রঙ্গ।