দিন পেড়িয়ে রাত্রী হল,
এলো বিদায় বেলা।
ঘড়ির কাঁটায় বাজলো বারো,
সাজলো নতুন খেলা।
জাগলো তরুন, জাগলো কিশোর,
জাগলো রাতের তারা।
ঘুঁচলো আঁধার উঠলো সূর্য,
দিল সবাই সাড়া।
পান্তা আর ইলিশ দিয়ে,
করল সবাই নাস্তা।
সাজলো দাদা সাজলো দিদি,
সেজে গেলো রাস্তা।
রমনার বটমূলে,
আসলো সবাই দলে দলে।
গাইলো গান, নাচলো সবাই,
হলো অনেক হর্ষ।
এই দিয়েই শুরু হল,
শুভ নববর্ষ।