একটি নতুন সকাল,
একটি নতুন সূর্য,
প্রকৃতি আজ সেজেছে নতুন সাজে।
পশুপাখি ফিরে পেয়েছে স্বাধীনতা।
বাতাসে নেই কোন দূষিত কনা।
নদী, সমুদ্রের পানিতে নেই কোন বজ্রপদার্থ।
বনে নেই কোন অগ্নিশিখা,নেই কোন দাবানল।
সূর্যরশ্মিতে নেই অতিরিক্ত তাপমাত্রা।
শব্দ তে নেই কোন দূষণ।
পৃথিবী আজ সেজেছে তার আসল রূপে।
ঠিক যেমনটি ছিল পাঁচশত বছর পূর্বে।
আসলে এটাই মুক্তি।
আকাশ,বাতাস,পশু,পাখি,সমুদ্র,
নদ-নদী, মানুষ সকলেই আজ মুক্ত।
পৃথিবী আজ মুক্তি পেয়েছে,
করোনা ভাইরাসের হাত থেকে।
ঠিক এই দিনটির অপেক্ষায় রয়েছি।