শোন শোন ও ভাই চাষী,
তোমায় অনেক ভালোবাসি।
তোমায় না বাসলে ভালো,
হবেনা যে ফসল ভালো।
ফসল যত ফলাবে বেশী,
আয় হবে ততো বেশী।
বেশী আয়ে থাকবে খুশী,
বাঙালির চাহিদা মিটবে বেশী।
চাষী ভাই, চাষী ভাই,
তোমার কোন ভয় নাই।
ঈশ্বর যদি সহায় হয়,
ফলবে ফসল নিশ্চয়।
চাষী তুমি সবার বড়,
তবুও সবাইকে সম্মান করো।
আমরা বাঙালি না বুঝে,
তোমায় অসম্মান করি নিজে।
ভেবোনা তুমি অসম্মানী,
তোমরা আজও অনেক জ্ঞানী।
শুধু তোমাদেরই জন্য,
বাঙালি জাতি পাই অন্ন।
(২৬/০৪/২০১৯ রাত্রি-১০ঃ৪৮ মিঃ)