পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা প্রাণী মানুষ
আর মানুষদের মধ্যে নিচুস্তরের বোকা আমি।
আমি জানি তোমার হৃদয়ে শূন্য স্থান নেই
তবুও বোকার মতো বলে যাচ্ছি ভালোবাসি।
বদ্ধ হৃদয়ে চাতক পাখির ঠোঁট দিয়ে কামড়াচ্ছি।
কড়া নাড়ার পরিবর্তে ঠোঁট দিয়ে কামড়াচ্ছি
আর তুমি কিনা একটুও অনুভব করতে পারছোনা!

তবে সত্যিটা কী, জানো প্রিয়?
মানুষ খুব বেশি দিন বাঁচে না
যতদিন বাঁচে শুধু একটু ভালোবাসার জন্যই বাঁচে।
বেঁচে থাকার বিনিময়টা কত সস্তা দেখেছো প্রিয়!
শুধু একটু ভালোবাসা, স্বার্থহীন একটু স্বচ্ছ ভালোবাসা।

তবে আরো মজার ব্যাপারটা কি জানো প্রিয়?
মানুষ কখনো মিথ্যা ভালোবাসাতেও তৃপ্তি খুঁজে পায়।
শত দিন রাত অপেক্ষাতেও খুঁজে নেয়,
হৃদয়ে আগলে রাখা সেই প্রাণপাখিটাকে।
শতবার উপেক্ষাতেই আরো মায়া বেড়ে যায,
দুই গালের টুলের মাঝের নজরকাড়া ঠোঁটের হাসি রেখাতে।

মানুষ অদ্ভুত প্রাণী, তার থকে বেশি অদ্ভুত আমি
কত সহজেই ক্ষত মেনে নেই দেখেছো!
হৃদয়ে পোষে রাখা পাখিটা তো একান্তই আমার,
তার দেওয়া ক্ষত পোড়াবে কেন আমায়?
পাখিটার দেওয়া ক্ষতই আমার প্রেম অগ্নিকে
আরো প্রজ্বলিত করে, দাউ দাউ করে জ্বলে উঠে আরো মায়া।

তবে এখন বলো তাহলে প্রিয় -
এই ধরায় ব্যর্থ প্রেম বলতে কিছু আছে?
উপেক্ষিত ভালোবাসা বলতে কিছু আছে?
আমার যুক্তিতে তোমার মাথা নষ্ট, তাইতো?

প্রশ্ন করতে পার,,,,,
তবে দিনের পর দিন অপেক্ষার নাম কী?
-আমি বলব প্রেম
অপেক্ষার পর তিক্ত উপেক্ষার নাম কী?
- আমি বলব তৃপ্তির ভালোবাসা।
অবহেলা, অযত্নের নাম কী?
আমি বলব মায়া।

আর এই একটু একটু মায়া জমিয়েই আমি নদী বানাবো
আর এই মায়া নদীকে পরিণত করবো মায়া সমুদ্রে।
তবে তার জন্য যে আমার আরেকটু-
বিষাদের উপেক্ষা প্রয়োজন।
প্রয়োজন আমার প্রতি তোমার তীব্র ঘৃণা।
অযত্ন ও অবহেলার আরেকটু তিক্ততার স্বাদ প্রয়োজন।
আমার কুৎসিত হৃদয়ে তোমার পবিত্র থুথু প্রয়োজন।

দেখো আমার এই কুৎসিত হৃদয়ে ভালোবাসা কত সুন্দর!
এখানে অপেক্ষার নাম ভালোবাসা।
এখানে অবহেলা ও অযত্নের নামও ভালোবাসা।
এখানে তীব্র ঘৃনার নামও ভালোবাসা।
এখানে জবা ফুলের মাল্য দানের নামও ভালোবাসা।
এখানে কুড়ালে সহাস্য মাথা নোয়ানোর নামও  ভালোবাসা।
এখানে তুমি তুমি বলে গাজীর বিজয়োল্লাসের নামও ভালোবাসা।
এখানে তুমি তুমি বলে মৃত্যুমুখে পতিত শহীদের আর্তনাদের  নামও ভালোবাসা।

এখন তুমিই দেখো-
ভালোবাসলে পরাজয়ের কোন সম্ভাবনা নেই।
মানে আমিও পরাজিত নই।
আমি উপেক্ষিত প্রেমিক, তোমার উপেক্ষিত প্রেমের।
আমি  উপেক্ষিত সফল প্রেমিক, তোমার উপেক্ষিত ব্যর্থ প্রেমের।
আমি এই কবিতার পঙক্তি শেষ করতে চাই না।
অনন্তকাল ধরে এই কবিতায় এই লাইনই লেখা হোক -
আম তোমাকে ভালোবাসি.
আমি তোমাকে ভালোবাসি..
আমি তোমাকে ভালোবাসি...
আম তোমাকে ভালোবাসি.
আমি তোমাকে ভালোবাসি..
....................................................
....................................................