মিথ্যার প্রান্তরে দাঁড়িয়ে আমি শুনি
মিথ্যার বিজয় উল্লাসের সত্যধ্বনি,
চারদিকে মিথ্যায় মুখরিত হয়ে
সত্যের পদবী মিথ্যায় সাজিয়ে,
সত্যরূপী কপট মিথ্যাবাদীর দলে
সত্যকে ঢেকেছে ছলে বলে কৌশলে।

কি নির্মম মিথ্যার শিকার সত্যধ্বনি
যেমন ক্রিয়া তেমনি প্রতিক্রিয়া তখনই!
সত্যের আঘাতে সত্য প্রতিধ্বনি আর
মিথ্যার আঘাতে মিথ্যা প্রতিধ্বনি তার,
এমনি আপন সত্যে হাজারো অনীহা সত্বে
সত্যধ্বনি বাধ্য হয়ে দিচ্ছে মিথ্যার প্রতিধ্বনি।