প্রত্যহ দিন নতুনকে খুঁজে বেড়াই
সকাল সন্ধ্যা দুপুর পুরনোদের মাঝে
প্রত্যহ দিন আলোর আলোয় অন্ধকার পথে
অবিরত ছুটে যাই নতুনের খোঁজে।
অথচ পুরনোর কি কূটকৌশল
নতুনের রূপে সাথী হয়ে পথ চলে।
বিরক্তিকর অথচ অপ্রয়োজনীয় কিংবা অত্যাচারী
নতুন রুপি পুরনোর দলের করাল গ্রাসে
ভেসে যাচ্ছি সেই না পাওয়ারই স্রোতে।
তবুও আমি বিদ্রোহী বুভুক্ষ কাকের মত
যার না পাওয়াতে আক্ষেপ রয়েছে যত।
আমি সেই নিরহ পিঞ্জরাবদ্ধ
অশ্রু জলে শিকল ভেজানো পাখির মত।
অথচ পাখির বাক স্বাধীনতা কিংবা
অশ্রু বিসর্জনের অধিকার থাকলেও
আমার দুই নয়নের অস্ত্র জল
সেই নবাগত কুচক্রীর হিমাগারে জমাটবদ্ধ।
ওরা নবাগত পুরনোর দল
অথচ নতুনের ছিটাফোঁটাও নেই।
ওরা সেই পুরনো দৃঢ় প্রত্যয়েই ফিরেছে
কুড়ে কুড়ে খাবে অথচ শেষ হতে দিবে না।
মনোবলে ওরা মাংসাশী কুকুরের মত
মাংসের শেষে হাড্ডি চেটেপুটে খাবে।
ওরা আরো খাবে আমার পাকস্থলীর খাদ্য
অথচ আমি বহুদিন ধরে উপবাস।
ওরা আরো খাবে আমার মায়ের মুখ বাণী
অথচ নির্বাক মায়ের রয়েছে শুধু অস্ত্র বাণী।
ওরা আরো খাবে আমার ছোট্ট বোনের কুঁড়েঘরটি
অথচ বহু আগেই তার মাটির সাথে হয়েছে মিতালী।
ওরা এমনই নির্মম নতুন চিরকাল থাকবে
পুরনো হবেনা পুরনো হতেও দিবেনা
ওরা স্বভাবে নিত্যনতুন পুরনো
ওরা মাংসাশী কুকুর।