জীবনের প্রতিটা ভাজ উল্টে দেখার আর সুযোগ কই?
সুযোগ কই জীবন রস আস্বাদনের?
বহু রঙের সুতার এক জীবন কাপড় তো
বিভ্রম নামক এক সুতায়ই আটকে রয়েছে।
তোমাকে চেনার আর সুযোগ কই?
সুযোগ কই নিউমার্কেটের কাপড়ের মতো
আসল রঙের তুমিকে খুঁজে বের করা?
তুমি তো আমার সেই বিভ্রম রঙেই আটকে রয়েছো।
তোমাকে মিথ্যা জেনেও সত্য সাগরের কষ্ট পাই,
ঠিক কষ্ট নয়, কষ্ট নামক এক সুখ পাই।
তোমাকে মায়া জাল ভেবেও আটকে যেতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় তোমার বুকে ব্যার্থ জেলের হাসি হাসতে।
তোমাকে কৃষ্ণদেবী জেনেও তোমার আলোর ছটায়
অনন্ত কালের জন্য হারিয়ে যেতে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় তুমি নামক মায়া পাথরে
হয় আমার বিভ্রম কাটুক না হয় আরো বাড়ুক।
ইচ্ছে হয় দিবাকর হয়ে চৈত্রের তীব্র রোদে
তোমার সাত স্তর ঝলসে তোমাকে আস্বাদনের।
তীব্র ক্ষোভের অভিশাপের প্রার্থনায়
অন্তত আমার নামটা একবার উচ্চারিত হোক।
আবার কখনো তীব্র ইচ্ছে হয়-
না ভালোই তো কাটছে আমার দুঃখ বেলা,
ভালোই তো ভাসছে আমার কষ্ট ভেলা।
তাহলে আর এই বিভ্রম কাটার কী দরকার!