অপেক্ষা আর উপেক্ষার ভারে তিক্ত কিংবা মধুরতায়
কবিতা আজ প্রকটভাবে বিধ্বস্ত,
প্রতিটা শব্দেই কবিতা পোড়ার ঝাঁঝালো গন্ধ,
বাতাসে ভাসছে বিধ্বস্ত এক কবিতার আত্মকাহিনী।
তবে আমি কি কবিতা? মৃত, জীবিত নাকি বিধ্বস্ত?
অথচ তুমি ঠিকই ছিলে আমার পাঠক।
জানিনা কবিতা পড়া শুরু করেছিলে কিনা।
অথচ আমার ছোট্ট মায়া নদীকে সমুদ্র ভেবে
চালালে ক্ষেপনাস্ত্র পরীক্ষা।
সত্যি আমি কি কবিতা নাকি ফিলিস্তিনি শিশু!
মায়া ডাকও দিয়ে দেখলাম তুমি শুনলে না!
ফিলিস্তিনি শিশুর কন্ঠে গগনবিদারী চিৎকারও দিলাম,
মায়া ডাককে বাঁচার আর্তনাদে পরিণত করলাম।
কবিতার দেহাবশেষ দাফনেও আমন্ত্রণ জানালাম।
অথচ তুমি উপেক্ষা মিশ্রিত অপেক্ষা করতে বললে।
তাই দিনশেষে অপেক্ষা আর উপেক্ষায় বিধ্বস্ত আমি
তোমাকে কলঙ্কিত করলাম আমার বিধ্বস্ত কবিতায়!