আমি পৃথিবীর মানুষ নামক বস্তুটিকে-
যারা কৃত্রিম রঙে রাঙায়িত
মিথ্যা সাজে রয়েছ প্রতিনিয়ত
তোমাদেরকে আহবান করছি
সত্য সুন্দর রঙিন সাজ দেখার জন্য
আহবান করছি স্বর্গীয় সাজ দেখার জন্য।
কিছু সময়ের জন্য হলেও আবরণ খোলো
বোধ রাজ্যের দরজায় একটু চোখ মেলো
নিশ্চয়ই দেখবেনা ওরা যন্ত্রণায় কাতরাচ্ছে ;
ওরাতো হাসতে হাসতে বেহেস্তে যাচ্ছে।
তাহলে এতো এতো বিমান হামলা, রকেট হামলা
জীবন্ত শিশুর হাত খসে পড়া,
পিতার কোলে পুত্রের ; পুত্রের কোলে মাতার
তোমাদের ভাষায় হৃদয়বিদারক করুণ বিদায়,
তোমাদের ইন্দ্রিয়ে জীবন্ত পোড়ার ঝাঁঝালো গন্ধ।
এসব নিয়ে ভাবছো?
আরে নির্বোধ প্রাণওয়ালা জড়
এগুলো তো উৎসবমুখর আয়োজন
ওই মনুষ্যরূপী জন্তু জানোয়ারদের
সৃজিত পথেই বেহস্ত যাত্রার বাদ্য আয়োজন।
আর আমাদের পরিচয় -
আমি আমাকেও মানুষ বলছি না, তোমাকেও নয়।
কারণ মানুষ শব্দটির যাচ্ছেতাই
অপপ্রয়োগে আমি চরম বিরোধী।
তাহলে আমাদের কী বলা যেতে পারে?
আমরা মনুষ্য রূপী একদল পশুর দল
চুষে চুষে ওদের রক্ত পান করছি
চিবিয়ে চিবিয়ে ওদের কলজেটা খাচ্ছি
আর বোধ রাজ্যের দরজায় আহ্বান!
সেটা তো আমার বৃথা চেষ্টা মাত্র।