বুকের মধ্যে জমাট কষ্টের আস্তরন
।
হতাশা গুলি পুরু প্রাচীর তৈরি করে কলিজার পাশে ।
দুঃখগুলো অস্ত্রহাতে দাড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর মতো ।
যন্ত্রনা নিজের আধিপত্য বিস্তার করতে বদ্ধ পরিকর।
সুখের গ্লোবাল ম্যাপে নতুন করে জায়গা করে নিতে চায় বুকের কষ্টনগর।
কেউ কি সুখ নিশানা হাতে স্বাধীনতা ঘোষনা করবে।
জানি না...??
কবে সুখতন্ত্র চালু হবে এ কষ্ট নগরে।
নাকি,হতাশা স্বৈরশাসন করেই যাবে।
তুমি ঘোষনা কর স্বাধীনতা।
আশার বুলেট,স্বপ্নের বম্ নিয়ে স্বাধীন কর এই কষ্টনগর ॥