আমরা ভুলে যাই।সবকিছু ।
একেবারে ,একটু একটু করে নিমকহারামের মতো।
যেমন ভুলে যাই সঙ্গম শেষে বেশ্যার কথা।
ছুড়ে ফেলা কন্ডমের মতো ছুড়ে ফেলি অতীত।
বছর কয়েক আগে আমরা ছুটেছি সীমান্তে। প্রতিবেশির দ্বারে।
আজ ভুলে গেছি ,স্বার্থপরের মতো।
কান্নাও আজ কাঁদতে ভুলে গেছে।
আর,মানবিকতা নাফ নদীর জলে বিলীন হয়ে গেছে।
যারা জোরসে মানবতার বয়ান করে ,
আবার তারা আড়ালে সঙ্গম করে মানবতাকে।
আরে এই তৃতীয় লিঙ্গের সুচিকে কে নোবেল দিল।
তাও আবার শান্তিতে।
শান্তির বুলেটে ঝাঝড়া মানবতা।
রক্তাক্ত শান্তির মা।
স্মৃতি স্তম্ভতে এখনো শর্নার্থীর গন্ধ।
ভুলে গেছি, নীমকহারামের মতো।