আছি এখন হয়তো দুঃখে
কষ্ট কর্মে নড়ে চড়ে,
মিলছে তাই তো খাবার পেটে
দু'তিন বেলা করে।
দিন শুরু হয় সকাল বেলা
অর্ধ ঘুম পেরিয়ে,
কর্মের চিন্তা মাথায় নিয়ে
ঘুম হয়না পুড়িয়ে।
আশায় আছি ইচ্ছায় বাঁচি
করব একদিন কিছু,
স্বপ্ন নিয়ে এগোতে থাকি
দুঃখ যত ডাকুক পিছু।
হবে সেদিন এমন কিছু
সব মানুষ চিনবে,
গরীব,দুঃখী এই ছেলেটা
স্বপ্ন সত্য করবে।
মিলিবে সেদিন হাজার মানুষ
আমার ঘরের দুয়ারে,
বলবে ভাই কেমন আছো
এই পাশে থাকি রে।
সত্য হলো এটাই যে
ধনোবানের পিছু মানুষ,
হোক না কালো,হোক না খোঁড়া
আছে যে তার সম্পদের ফানুস।