প্রতিটা বছর ঘুরে
মানুষ আনন্দ কে,
নেয় যে ভাগাভাগি করে।
সবাই জানি,এটা আমাদের পহেলা বৈশাখ।
করি হাসি খেলার উদযাপন
তাই তো মোরা এই দিনে,
রং তামাসায় করি যে আলাপন।
তবে,এবার দিচ্ছে না পহেলা বৈশাখ আনন্দ
মানুষের চোখে মুখে এখন 'করোনারই' প্রতিদ্বন্দ্ব।
যেথায় খুশি সেথায় যাওয়া হচ্ছে না ভালোমন্দ
এই তো সবে শুরু হলো লকডাউনে ঘর বন্ধ।
মানুষ ছুটছে প্রান নিয়ে
'করোনা' একবার ধরলে,
বলবে না কাউকে কইফত দিয়ে।
কি যে হবে পরিস্থিতি
এবারে আর হবেনা,
পহেলা বৈশাখের উপস্থিতি।
দুঃখ কষ্ট সহ্য করে
আমরা আছি বদ্ধ ঘরে
কোথাও আর যাওয়া হবেনা রে
এই 'করোনা'র যে বড়ো আতংক রে।