সেকালের দিনগুলো ভালোই ছিলো
আজ বড্ড শান্ত,
তোমার দেওয়া সৃতি গুলো
আজও লেখাতেই চলে সে দূর প্রান্ত।
হিসাব নিকাস নেই কোনো
সময়ে জায় সব হাল্কা হয়ে,
তবু তোমাকে ভোলার যন্ত্রনা
বারে বারে আমাকে যাচ্ছে ছেয়ে।
কিছু করিবার ও উপায় নাই
বেদনার নদ অতি ভর্তি,
চাও যদি পারো কেও
এসে কর ফুর্তি।
তাই, বহু বছর পার হলো
আজ সব শান্তি,
তব কিছু তবে রয়ে গেছে
মনেতে মোর অশান্তি।
কেনো দিলে দেখা ওহে
এই মোর ক্লান্তি,
প্রেমের শোক জ্বালিয়ে গেলে
পুড়ে প্রতি দিন টি।