আতংকের এক নাম ছিলো যে
সে নাম টা আর নাই,
নিজের জীবন ভালো গড়েছে
প্রিয় তারই বেপাত্তা ই।
সঠিক কাজে মনোযোগে
অনেক অনেক বিরক্তি,
তবুও মানুষ কোনো টানে
সে সময়ে নেয় মুক্তি।
নিজের জন্য হয়ে শূন্য
করে নানান মেলা,
শেষ ভালো নেই শুরু ভালো নেই
অন্যের ভাবনায় পোহায় জ্বালা।
দিন টি খাটি করছে মাটি
সে খবর কে রাখে,
নিজের অবস্থা কে বা বোঝে
কে রাখে হাত কাঁধে।
তাই নিজের জন্য ধরো অন্য
মেলাও সকল কাজ,
সময় থাকিতে সুন্দর করো
পূর নে নিজের স্বপ্ন সাজ।