কত করুণ এই বাস্তবতা,
কত কষ্ট এই উপেক্ষা,
কত দুর্বিষহ এই খামখেয়াল।
প্রতিদিনকার অবহেলা বুক চিড়ে
তোলে অভিমানের দেয়াল!
আমরা তাও একেকজন মস্ত অভিনেতা।
চোঁখের কোণের মিথ্যে হাসিতে
মৃত্যুপুরীর যন্ত্রণা লোকোয় মিথ্যে ভণিতা।
আমরা তাও মুচকি হেসে বলি,
"কই,আমার কিচ্ছু হয়নি তো;
তোমার যত মিছে দুশ্চিন্তা। "
ঠোঁটের কোণে কষ্ট লুকাই,
আমরা কেমন মস্ত অভিনেতা!
আসলে জীবন এমন-ই,
প্রায়শই নিঃশ্বাসে বিনিময় হয় নিঃশ্বাস,
প্রেম তবু খুঁজে পায়না অপ্রাপ্তির বিষাদ গন্ধ।
এক-ই বিছানায় ঘুমাই দুজন
তবু কেউ জানিনা ঝিঝিডাকা গভীর রাতে
দুজনেই আমরা কেমন চেতন!
কিংবা অবচেতন,
পাওয়া না পাওয়া,
বোঝা না বোঝার হিসেব মেলাতে
ডুবে যাই এক মহাসমুদ্রে।
পাখির ডাকে আবার চেতনা আসে,
একে অন্যের মুখে তাকিয়ে জিজ্ঞেস করি,
"মুখটা অমন কেন,রাতে ঘুমোওনি?"
দুজনেই বলি,"কই, ঘুমিয়েছিতো।"
কিন্তু কেউ বলিনা,
"কই,আমরা দুজনই ঘুমোইনি তো!"
আসলে জীবন এমনই।
৫ মার্চ,২০১৮।