অনুভূতি আর সময়ের সীমানা পেরিয়ে হাটছি অসীমে।
ভেবেছিলাম তুমি পাশে থাকবে,
কিন্তু দেখো,
আজ আমার আপন ছায়াটাও সাথে আসেনি!
আচ্ছা,তুমি কেন আসোনি?
নাকি তুমি অনুভূতির দেয়ালে অতীতের কোন সময়ে আটকা পড়ে আছো?
— রুপকথার রাজকন্যার মতো।
নাকি আমার কালো অন্ধকার ভবিষ্যতের সীমানা তুমি দেখতে পাও?
— ত্রিকালজ্ঞ যোগীনির মতো।
তাই হয়তো অনুভূতির দেয়ালে আটকে রাখো নিজেকে,
বন্দি করে রাখো সময়ের সীমানায়,
এগুতে চাও না আমার কালো পথে দূর অজানায়।
অনিশ্চয়তার অন্ধকারে হাতে হাত ধরে হাটতে চাও না,
পড়ে থাকো ঐ বিচ্ছিরি আলোকের অলীক আঙ্গিনায়।
আচ্ছা,তোমার মনে আছে?
ফাল্গুনের ঐ অশ্রুস্নাত শেষ বৃষ্টিতে হাসতে হাসতে যে বলেছিলাম
—সুচিস্মিতা,স্বার্থপর শব্দটা তোমার সাথে সত্যি দারুণ যায়।