সবকিছুই আজ নষ্ট হয়ে গেছে,
যেমন ধর তুই।
নষ্ট হয়েছিস, আমায়ও নষ্ট করেছিস।
আজ তুইও নষ্ট আমিও নষ্ট।
সবকিছু আজ নষ্টের দখলেও।
যেমন ধর তুই।
নষ্টের কারাগারে বন্দী;
আমি, নষ্ট আবসাদের দখলে।
এমনকি গোলাপটাও আজ নষ্টের দখলে,
ওর ক্রেতা-বিক্রেতা,
দাতা-গ্রহীতা সবগুলো নষ্ট।
গোলাপটাও তাই নষ্ট।
ভালো শুধু গোলাপের কাঁটাগুলো।
জানি তোর ভালো লাগেনা,
ভালো লাগে আমার।
কাঁটা ফুঁটিয়ে কষ্ট পাওয়া একটা নেশা।
জানিস সেটা?
ও তুই জানবিনা।
তুই শুধু ঘ্রাণ কিনতে জানিস,
কষ্ট কেনার সাধ্য তোর হয়ে উঠেনি।