রাত-বিরাতে যখন তোর কথা ভাবি,
তখন তোর ছবি আঁকি।
আমার আঁকা ছবিগুলোও আমার কল্পনার মত,
অদৃশ্য।
কেউ বুঝতে পারেনি,কেউ দেখতে পারেনি।
তোকে নিয়ে আমার সব চিন্তাগুলোই আমার হস্তাক্ষরের মত,
দূর্বোধ্য।
কেউ বুঝতে পারেনি।
কি করবো? আমিতো এমনই!
বদলাতে গিয়েও বদলাতে পারিনি।
তোর মনের চৌম্বকীয় বল তোর অস্তিত্ব কে করেছে এক সুবিশাল চুম্বকক্ষেত্র;
আমিতো কেবল এক ক্ষুদ্রাতিক্ষুদ্র চৌম্বক অপদার্থ মাত্র!
দূরে থাকতে চেয়েছি,কাছে যেতে চাইনি।
আমার ইচ্ছেতেই কি সব হয়?
এতোই কি সাধ্য আমার?
থাকতে পারিনি,আমি থাকতে পারিনি।
তোর হাতের প্রথম পরশ আর ঐ শেষ পরশ হৃদপ্রকোষ্টে যে অগ্নিকান্ড পাকিয়েছে,তা আমি থামাতে পারিনি।
খবর দিয়েছিলাম,
দমকলবাহিনী!
থামাতে পারেনি,তারাও থামাতে পারেনি!
কিছু আগুন না হয় জ্বলুক,
কিছু চিন্তা না হয় চলুক,
কিছু ভাবনা না হয় বলুক,
কিছু কল্পনা না হয় খেলুক;
থামাতে পারবো না আমি,
যেমনি আছে তেমনি চলুক।
ফেব্রুয়ারি, ২০১৫.